সিনেমার মতো ভিডিও তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ ‘ক্লিং ২.০ মাস্টার’

ক্লিং ২.০ মাস্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লিং এআই (Kling AI)। প্রতিষ্ঠানটি ‘ক্লিং ২.০ মাস্টার‘ নামে এমন একটি অত্যাধুনিক অ্যাপ উন্মুক্ত করেছে, যা ব্যবহারকারীর লিখে দেওয়া বিবরণ অনুযায়ী মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সিনেমার মতো উচ্চমানের ভিডিও তৈরি করতে সক্ষম। অ্যাপটি উন্মোচনের পরপরই প্রযুক্তি বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে।

ক্লিং এআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নতুন এই অ্যাপটি ভিডিওতে মানুষের আবেগময় মুখের অভিব্যক্তি, বাস্তবসম্মত শারীরিক ভাষা এবং অভিনয়সুলভ ভঙ্গি অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে। এর ফলে কৃত্রিমভাবে তৈরি হওয়া সত্ত্বেও ভিডিওগুলোর মান হলিউড বা বলিউডের সিনেমার সঙ্গে তুলনীয় হবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

শুধু টেক্সট বা লিখিত বিবরণ নয়, ‘ক্লিং ২.০ মাস্টার‘ অ্যাপটি ছবি থেকেও ভিডিও তৈরি করতে পারে। এর মাধ্যমে নির্দিষ্ট ছবি ব্যবহার করে সম্পূর্ণ একটি ভিডিও দৃশ্য তৈরি করা সম্ভব হবে, যা ভিডিও কনটেন্ট নির্মাণে নতুন মাত্রা যোগ করবে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই অ্যাপটি শুধুমাত্র সাধারণ ভিডিও কনটেন্ট তৈরিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং সিনেমা নির্মাণ, বিজ্ঞাপন শিল্প, শিক্ষা, বিনোদন এবং গেমিং খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।

অ্যাপটি ব্যবহার করে তৈরি করা বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন অনেক ব্যবহারকারী। ভিডিও নির্মাতাদের মতে, প্রযুক্তির এই অভাবনীয় অগ্রগতি তাদের কল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে তৈরি ভিডিওর মান, চরিত্রের অভিব্যক্তি ফুটিয়ে তোলার ক্ষমতা এবং দৃশ্যায়নের দক্ষতা দেখে অনেকেই মনে করছেন, এটি ভবিষ্যতে সিনেমা নির্মাণ প্রযুক্তির প্রচলিত ধারণাকেই বদলে দিতে পারে।

সূত্র: নিউজ ১৮

আরও পড়ুনমেট্রো রেলে বড় নিয়োগ: ডিএমটিসিএলে ২৪ পদে ১২০ জনের চাকরির সুযোগ

Related Posts

The Ultimate Scholarship Application Checklist for 2025

7 Legit Ways to Make Money Online Without Investment (2025 Guide)

10 High-Paying Side Hustles You Can Start from Home

Leave a Comment