চাঁপাইনবাবগঞ্জ পবিস: পদোন্নতির মাধ্যমে অফিস সেক্রেটারি নিয়োগ

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: Chapainawabgonj Palli Bidyut Samity চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ‘অফিস সেক্রেটারি‘ পদ পূরণের লক্ষ্যে সংশোধিত পবিস নির্দেশিকা ৩০০-১৪, ৩০০-২৪ ও ৩০০- ৫১ এবং পবিস চাকুরীবিধি ১৯৯২ (সংশোধিত-২০১২) অনুযায়ী পদোন্নতির সকল যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে নিম্নে দেয়া চাকরির শর্তসাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সাদা কাগজে স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহ্বান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

কোম্পানির নাম: চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
পদের নাম: অফিস সেক্রেটারি
শূন্যপদ: নির্ধারিত
কাজের স্থান: চাঁপাইনবাবগঞ্জ

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা

  • কম্পিউটার অপারেটর পদে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্রতি মিনিটে ইংরেজিতে ৬০ শব্দ ও বাংলায় ৪০ শব্দ শ্রুতলিপি (ডিক্টেশন) গ্রহণের দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ শব্দ ও বাংলায় ৩০ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে।
  • বাংলা ও ইংরেজি ব্যাকরণসহ বানান, বিরাম চিহ্ন ব্যবহার এবং বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
  • দাপ্তরিক চিঠিপত্র, প্রতিবেদন ইত্যাদি নথিভুক্ত করণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
  • সর্বসাধারণের সাথে নম্র ও হাসি-খুশিভাবে মেশার সামর্থ্য থাকতে হবে।
  • পবিস কর্মচারী চাকুরী বিধি অনুযায়ী চাকুরীকাল পরিচ্ছন্ন ও সুনামের সাথে অতিবাহিত হতে হবে।
  • পদোন্নতির ক্ষেত্রে পবিস নির্দেশিকা ৩০০-২৪ এর সকল শর্ত অবশ্যই পূরণ থাকতে হবে।
  • কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
  • চাঁপাইনবাবগঞ্জ পবিস এর কর্মচারী চাকুরীবিধি-১৯৯২ (সংশোধিত, ২০১২) এর ধারা ৭, ১৪ এবং ১৬ প্রতিপালন করা হবে।

আবেদন ও নির্বাচনী পরীক্ষার প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের পদের নাম উল্লেখ করে সাদা কাগজে স্ব-হস্তে লিখিত আবেদনপত্র প্রস্তুত করতে হবে। আবেদনপত্রে নিম্নলিখিত তথ্যগুলো অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে: (ক) নিজের নাম, (খ) পিতার নাম, (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী ঠিকানা, (ঙ) বর্তমান ঠিকানা, (চ) জন্ম তারিখ, (ছ) বয়স, (জ) জাতীয়তা, (ঝ) ধর্ম, (ঞ) শিক্ষাগত যোগ্যতা, (ট) চাকুরীতে প্রথম যোগদানের তারিখ, (ঠ) চাকুরীতে নিয়মিত করণের তারিখ, (ড) একই পদে অন্য কোন পবিস-এ পরীক্ষায় অংশ গ্রহণ করে থাকলে সেই পবিস এর নাম ও তারিখ।

আবেদনপত্রের সাথে কাগজপত্র

  • বর্তমান পদে যোগদান ও নিয়মিতকরন পত্রের সত্যায়িত ফটোকপি।
  • পবিস নির্দেশিকা ৩০০-৫১ অনুযায়ী নির্ধারিত প্রশিক্ষণে/বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণের সত্যায়িত ফটোকপি।
  • বিগত ০৩ (তিন) বৎসরের বার্ষিক কর্মমূল্যায়নের সত্যায়িত ফটোকপি।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
  • জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
  • সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

এছাড়াও, আবেদনকারীকে পদোন্নতির জন্য সিনিয়র জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজার এর একটি সনদ দাখিল করতে হবে।

আবেদন যেভাবে: প্রস্তুতকৃত স্ব-হস্তে লিখিত আবেদনপত্র ও সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ২৭.০৪.২০২৫ খ্রিঃ তারিখ, রবিবার সকাল ১০:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-এর সদর দপ্তর, নয়াগোলা, চাঁপাইনবাবগঞ্জে স্ব-শরীরে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ পবিসে আন্তঃপবিস নিয়োগ বিজ্ঞপ্তিটি এই https://reb.portal.gov.bd লিংকে পাওয়া যাবে।

Related Posts

The Ultimate Scholarship Application Checklist for 2025

7 Legit Ways to Make Money Online Without Investment (2025 Guide)

10 High-Paying Side Hustles You Can Start from Home

1 thought on “চাঁপাইনবাবগঞ্জ পবিস: পদোন্নতির মাধ্যমে অফিস সেক্রেটারি নিয়োগ”

Leave a Comment