Tsinghua University Scholarship: চীনের স্বনামধন্য সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ, থাকছে নানা সুবিধা

Tsinghua University Scholarship: চীনের অন্যতম প্রাচীন ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সিংহুয়া বিশ্ববিদ্যালয় (Tsinghua University) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপের ঘোষণা দিয়েছে। ১৯১১ সালে বেইজিংয়ে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বিশ্বজুড়ে তার একাডেমিক উৎকর্ষতার জন্য সুপরিচিত। ২০টি স্কুল ও ৫৭টি বিভাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান, প্রকৌশল, কলা, সাহিত্য, সামাজিক বিজ্ঞান এবং মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে।

Tsinghua University Scholarship

এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ‘শোয়ার্জম্যান স্কলার’ (Schwarzman Scholar) হিসেবে পরিচিত হবেন এবং তাদের জন্য থাকছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিমানে যাতায়াতের খরচ, থাকা-খাওয়া ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য মাসিক উপবৃত্তি, বই ক্রয়ের জন্য ভাতা, স্বাস্থ্যবিমা এবং ভ্রমণ ভাতাসহ নানাবিধ সুযোগ-সুবিধা।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

  • আগ্রহী প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে।
  • বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে।
  • নেতৃত্বের গুণাবলি সম্পন্ন হতে হবে।
  • ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ হিসেবে টোয়েফেল আইবিটি (TOEFL iBT) তে ন্যূনতম ১০০, আইইএলটিএস (IELTS) এ ন্যূনতম ৭, অথবা কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (C1) বা প্রফিশিয়েন্সি (C2) তে ন্যূনতম ১৮৫ স্কোর থাকতে হবে এবং এই স্কোর আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি এবং অন্যান্য বিস্তারিত তথ্যে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের শোয়ার্জম্যান স্কলারস প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট www.schwarzmanscholars.org ভিজিট করতে হবে।

আবেদনের শেষ সময়: এই স্কলারশিপের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর, ২০২৫

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের এই স্কলারশিপ প্রোগ্রামটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চীনে বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি তাদের নেতৃত্ব গুণাবলি বিকাশের একটি অনন্য সুযোগ তৈরি করে দেয়।

আরও পড়ুনIsDB YPP Scholarship 2025: আরবি অথবা ফরাসি ভাষায় দক্ষতায় বাড়তি সুযোগ

Related Posts

The Ultimate Scholarship Application Checklist for 2025

7 Legit Ways to Make Money Online Without Investment (2025 Guide)

10 High-Paying Side Hustles You Can Start from Home

Leave a Comment